একা ট্রেনে সফর করছিলেন এক মহিলা যাত্রী। যাত্রাপথে সব কিছু স্বাভাবিক থাকলেও বিহারের কাটিহার রেলস্টেশনে ট্রেন থামতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, আচমকাই তাঁর কোচে ঢুকে পড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন তরুণ। হঠাৎ চিৎকার, ধাক্কাধাক্কি আর অস্বাভাবিক ভিড়ের জেরে আতঙ্কে কার্যত দিশাহারা হয়ে পড়েন ওই মহিলা। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত তিনি ট্রেনের শৌচালয়ের ভিতরেই নিজেকে বন্ধ করে রাখতে বাধ্য হন।
মহিলা যাত্রী নিজেই পরে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, কাটিহার স্টেশনে ট্রেন দাঁড়ানোর সময় তিনি শৌচালয়ের ভিতরে ছিলেন। ঠিক সেই সময়ই কোচের ভিতরে হইচই শুরু হয়। বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে বহু তরুণ একসঙ্গে কোচে ঢুকে দরজার সামনে গাদাগাদি করে দাঁড়িয়ে পড়ে। ভিড়ের চাপ এতটাই ছিল যে, শৌচালয়ের দরজা পুরোপুরি খোলা সম্ভব হয়নি।
Advertisement
তাঁর কথায়, পরিস্থিতি ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। বাইরে কী ঘটছে, তা স্পষ্ট বোঝার আগেই নিজের নিরাপত্তা নিয়ে প্রবল আশঙ্কা তৈরি হয়। বাধ্য হয়ে আবার দরজা বন্ধ করে তিনি রেল হেল্পলাইনে ফোন করেন। সেই সময় কয়েক মিনিট যেন তাঁর কাছে কয়েক ঘণ্টার সমান ছিল। পরে রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Advertisement
মহিলা যাত্রী জানান, ‘এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে, একা সফর করলে কতটা সতর্ক থাকতে হয়। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যেভাবে এত লোক কোচে ঢুকে পড়ল, তাতে আমি সত্যিই আতঙ্কিত হয়ে পড়ি। বাইরে বেরোনোর কোনও জায়গাই ছিল না।’
শৌচালয়ের ভিতর থেকেই তিনি একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেন, যেখানে দেখা যায় দরজার বাইরে কী ভাবে ভিড় জমে রয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই মহিলার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন এবং সময়মতো সুরক্ষা বাহিনীর হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
তবে এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে ব্যস্ত স্টেশনগুলিতে বিনা টিকিটে লোক ঢুকে পড়া, ভিড় নিয়ন্ত্রণে ঘাটতি এবং একা মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও জোরালো হয়েছে। অনেকের মতে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্টেশন ও ট্রেনে নজরদারি বাড়ানো জরুরি।
এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় রেলে একা সফররত মহিলারা আদৌ কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Advertisement



