দলের সর্ব ভারতীয় সংগঠনে বড় পরিবর্তন আনল বিজেপি। জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হয়ে দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন বিহারের মন্ত্রী নীতিন নবীন। রবিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলায় নতুন নেতৃত্বের উপর ভরসা রাখতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন জেপি নাড্ডা। তাঁর আমলে একাধিক রাজ্যে সাংগঠনিক বিস্তার ঘটিয়েছে দল। তবে সামনের দিনে কেন্দ্র ও রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে সংগঠনের দায়িত্বে নতুন মুখ আনার প্রয়োজন ছিল বলে দলের অন্দরমহলের বক্তব্য। সেই জায়গা থেকেই নীতিন নবীনকে জাতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হল।
Advertisement
নীতিন নবীন বর্তমানে বিহার সরকারের মন্ত্রী। রাজ্য রাজনীতিতে তিনি পরিচিত সংগঠক এবং প্রশাসনিক কাজে দক্ষতা রয়েছে। বিহারে বিজেপির সংগঠন মজবুত করতে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় নেতৃত্বের নজরে ছিলেন তিনি।
Advertisement
দলীয় সূত্রের খবর, নাড্ডার অভিজ্ঞতা ও পরামর্শ বিজেপি ভবিষ্যতেও কাজে লাগাবে। তবে দৈনন্দিন সংগঠন পরিচালনার দায়িত্ব এবার নীতিন নবীনের হাতেই থাকবে। বিজেপির এক শীর্ষ নেতা জানান, ‘সংগঠনের ভিত আরও মজবুত করতে নতুন নেতৃত্বের প্রয়োজন ছিল। নীতিন নবীন সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন বলেই আমাদের বিশ্বাস।’
Advertisement



