• facebook
  • twitter
Friday, 12 December, 2025

মুখ্যমন্ত্রীর পর নদিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০ ডিসেম্বর মতুয়া আবেগে শান দিতে রানাঘাটে মোদী

বাংলার নির্বাচন এখনও ঘোষণা হয়নি, তাতেই বাংলার রাজনৈতিক পারদ চড়ছে। সেপ্টেম্বরের পর আবার ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী। মোদীর সভার জন্য শুক্রবার হয়ে গেল বিজেপির প্রস্তুতি বৈঠক। এদিন নদিয়ার তাহেরপুরের একটি বেসরকারি লজে বৈঠক হয়। বৈঠকে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী-সহ রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি বিধায়করা।

চলতি বছরের মে থেকে আগস্ট মাসের মধ্যে এ রাজ্যে তিনটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি করেছিলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। দ্বিতীয়টি হয়েছিল দুর্গাপুরে এবং তৃতীয়টি হয় দমদমে। এছাড়া সেপ্টেম্বরে ফোর্ট উইলিয়ামের সামরিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করেন মোদী।

Advertisement

রাজ্য বিজেপি সূত্রে খবর, রানাঘাটেই হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা। এসআইআর আবহে প্রথমবার বাংলায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই নদিয়ার কৃষ্ণনগরে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এবং নাগরিকত্ব নিয়ে সুর চড়ান তিনি। অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ এবং অমিত শাহকে নিশানা করেন মমতা। সেখানে মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। সবাইকে স-সম্মানেই রক্ষা করব।‘

Advertisement

নদিয়ার কৃষ্ণনগরের মতুয়ার একটি বড় অংশ থাকে। মতুয়াদের মধ্যে ইতিমধ্যেই নাগরিকত্ব নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের পাশে পেতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মত রাজনৈতিক মহলের একাংশের। রানাঘাটেও মতুয়া গোষ্ঠীর একটি অংশ রয়েছে। মতুয়া আবেগে শান দিতেই রানাঘাটে মোদী জনসভা করতে আসছেন বলে অনেকে মনে করছেন।

২০২১ সালে বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত এলাকায় বেশ ভালো ফল করেছিল পদ্ম শিবির। তবে চলতি সময়ে এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের একটি বড় অংশের মধ্যেই দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছে। সিএএ-তে যাঁরা আবেদন করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ না মেলা পর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন না বলেও জানানো হয়েছে। এই আবহে মমতাবালা ঠাকুরের অনুগামী বা তৃণমূল পন্থীরা এসআইআরকে মতুয়া বিরোধী বলে দাবি করছেন।

মতুয়া সম্প্রদায় শেষ দুই নির্বাচনে বিজেপির পাশে ছিল। ছাব্বিশের নির্বাচনে যদি বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেয়  তাহলে বাংলা দখলের স্বপ্ন এবারও গেরুয়া শিবিরের কাছে অধরাই থেকে যাবে বলে মত বিশেষজ্ঞ মহলের অনেকের। উল্লেখ্য বিজেপির গীতাপাঠের পাল্টা লক্ষ কণ্ঠে নাম সংকীর্তনের ডাক দিয়েছে মতুয়া মহাসঙ্ঘের গোসা পরিষদ। যার নেত্রী তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। বাংলার নির্বাচনের আগে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের সঙ্ঘবদ্ধ করতে মরিয়া রাজ্যের শাসকদল। আর এই পরিস্থিতিতেই ২০ ডিসেম্বর রানাঘাটে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াদের উদ্দেশে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Advertisement