দিল্লি, ৪ অগাস্ট – সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মিলল রাহুল গান্ধির। নিম্ন আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে যে শাস্তির নির্দেশ দিয়েছিল শুক্রবার তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্য মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছিল গুজরাতের সুরাতের একটি আদালত৷ ২ বছরের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছিল কংগ্রেসের এই শীর্ষ নেতাকে৷ এ দিন সেই রায়ের উপরই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট৷
বিচারপতি বিআর গাভাই, পিএস নরসিমা ও সঞ্জয় কুমারের তিন বিচারপতির বেঞ্চ বলে, কোনও সন্দেহ নেই যে , মন্তব্যগুলি ভালো ছিল না এবং জনসাধারণের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় একজন বিশিষ্ট ব্যক্তি সতর্কতা অবলম্বন করবেন বলেই আশা করা হয়। শুক্রবার রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে এ সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হল। তবে একইসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও বলে ‘সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য বিচারকের তরফে কোনও কারণ দেওয়া হয় নি। দোষী সাব্যস্ত করার আদেশটি চূড়ান্ত রায় পর্যন্ত স্থগিত করা দরকার।’