• facebook
  • twitter
Friday, 15 August, 2025

‘সিঁদুর যাঁরা মুছেছিল, উপযুক্ত সাজা পেয়েছে’, ব্রহ্মস কারখানা উদ্বোধন করে রাজনাথ

যাঁরা ভারতমাতার উপর আক্রমণ করেছিল, যাঁরা ভারতীয় নারীদের কপালের সিঁদুর মুছেছিল, তাঁদের যোগ্য সাজা দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত।

‘যাঁরা ভারতমাতার উপর আক্রমণ করেছিল, যাঁরা ভারতীয় নারীদের কপালের সিঁদুর মুছেছিল, তাঁদের যোগ্য সাজা দিয়েছে অপারেশন সিঁদুর’। লখনউয়ে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের কারখানার উদ্বোধনে পর এই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথ বলেন, ‘সারা দেশ আজ ভারতীয় সেনাকে অভিনন্দন জানাচ্ছে। অপারেশন সিঁদুর শুধু সামরিক কর্মকাণ্ডই নয়, ভারতের রাজনৈতিক-সামাজিক-সামরিক শক্তির প্রতীক। আমাদের অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা দেখিয়ে দিয়েছি। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দেওয়া হয়েছে। তাঁরা বুঝে গিয়েছে, সীমান্তের ওই পারেও তাঁরা নিরাপদ নয়। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হানলে, শুধু জঙ্গিদের নয়, তাঁদের মালিকদেরও পায়ের তলার মাটি কেঁপে যাবে।’

সাধারণ মানুষ নয়, পাক জঙ্গিরাই যে ভারতের টার্গেট ছিল, তা রবিবার আরও একবার স্পষ্ট করে দিয়েছেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারতীয় সেনা পাকিস্তানের সাধারণ নাগরিকদের কখনওই নিশানা করেনি। জঙ্গিঘাঁটিগুলিকে টার্গেট করা হয়েছিল। পাক সেনা ভারতের সাধারণ নাগরিকদের নিশানা করেছিল। ভারতে মন্দির, গুরুদ্বার, চার্চ ধ্বংসের চেষ্টা করেছিল। ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে। পাক সেনার সদর দপ্তর রয়েছে রাওয়ালপিন্ডিতে। ভারতের ক্ষমতা তাঁরাও টের পেয়েছে।’

রবিবার উত্তর প্রদেশের লখনউয়ে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের কারখানা উদ্বোধন করেন রাজনাথ সিং। সেখানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ছিলেন। উত্তর প্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৮০ হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে ব্রহ্মস তৈরির এই ইউনিট। এখানে বার্ষিক ১০০ টি ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই ব্রহ্মস মিসাইল। স্থল, জল এবং আকাশ-তিন জায়গা থেকেই লঞ্চ করা যায় এই মিসাইল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুরন্ত গতির জন্য ইজরায়েল এবং আমেরিকার হাতে থাকা ডিফেন্স সিস্টেমের পক্ষেও এই মিসাইলকে রুখে দেওয়া কঠিন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ব্রহ্মস হল সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা শুধু হাতিয়ার নয়, একটা বার্তা। শত্রুকে প্রতিহত করার বার্তা। বর্ডার সুরক্ষিত করার বার্তা।’

রাজনাথ সিং বলেন, ‘আজ দেশের জন্য ঐতিহাসিক দিন। আজ জাতীয় প্রযুক্তি দিবস। আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। আগামী দিনে ক্ষেপনাস্ত্রর উৎপাদন বাড়িয়ে দেশের কাছে নতুন উদাহরণ তৈরি করবে উত্তর প্রদেশ। এর ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে।’ রাজনাথের বক্তব্য, ‘বিশ্ব শক্তিশালীদের সম্মান করে। ভীতুদের নয়। আমাদের শক্তি বাড়াতে হবে। দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না। আর ভারত অন্যতম শক্তিশালী দেশ।’

সন্ত্রাসবাদ দমনে ভারত সবসময় কঠিন পদক্ষেপ নেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর হুঙ্কার, ‘যাঁরা সিঁদুর মুছেছে অপারেশন সিঁদুর তাঁদের জন্য যোগ্য জবাব। ভারত সবরকম পরিস্থিতির জন্য তৈরি। সিঁদুর শুধু অপারেশন নয়, একটা সংকল্প। ভারতকে আঘাত করলে ওপারেও কেউ সুরক্ষিত থাকবে না।’