ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরেও শান্ত হয়নি সীমান্ত। অমৃতসর সহ পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। রবিবার সকাল থেকে রেড অ্যালার্ট অমৃতসরে। বাসিন্দাদের বাড়িতেই থাকতে বলা হচ্ছিল। ঘনঘন বাজছিল সাইরেন। ভোরেই ‘রেড অ্যালার্ট’ জারি করেন অমৃতসর জেলা কালেক্টর।
অমৃতসর জেলা কালেক্টর বলেন, ‘আপনাদের সুবিধার্থে আমরা বিদ্যুৎ সরবরাহ চালু করেছি। কিন্তু আমরা এখনও রেড অ্যালার্ট জোনে রয়েছি। দয়া করে কেউ ঘর থেকে বেরোবেন না। ঘরের ভেতরে থাকুন। বাড়ির বারান্দা ও জানালার সামনে যাবেন না। সবুজ সঙ্কেত পেলেই আমরা আপনাদের জানাব। কেউ আতঙ্কিত না হয়ে দয়া করে সমস্ত নিয়ম মেনে চলুন। প্রশাসনের তরফে সিভিল কন্ট্রোল রুম ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে।’
শনিবার বিকালে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। কিন্তু চার ঘণ্টা যেতেই নিজের আসল রূপে ফেরে পাকিস্তান। ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে তারা। শনিবার রাতে শ্রীনগর, উধমপুর, জয়সলমের-সহ পাঞ্জাবের মোগা, ফিরোজপুর, বার্নালা, হোশিয়ারপুর-এর পাশাপাশি একাধিক জায়গায় ব্ল্যাকআউট করা হয়।
প্রসঙ্গত, বিগত তিন-চারদিন ধরেই ভারতকে নিশানা বানিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত টপকে ঝাঁকে ঝাঁকে ড্রোন, মিসাইল ছুড়ছে পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা সিস্টেম সেই সমস্ত ড্রোন, মিসাইলকে ধ্বংস করেছে।