• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

পাটুলিতে মুসলিম শিল্পীর হাতেই রূপ পাচ্ছে মা ভবতারিণীর মন্দির

কলকাতা,৫ এপ্রিল —  পাটুলিতে তৈরি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মা ভাবতারিনীর মন্দির ।এই মন্দির নির্মাণে সবচেয়ে আকর্ষণীয় দিক হল। এই মন্দির যার হাতে তৈরী হচ্ছে তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের শিল্পী । তিনি নিজের নিপুণ দক্ষতাতে তৈরি করছেন ভবতারিণীর মন্দির।  প্রায় ১৫০ বছরের বেশি সময় আগে রানি রাসমণির ইচ্ছেয় মন্দির তৈরি করেছিল টালিগঞ্জের রামনাথ মণ্ডল। আর

কলকাতা,৫ এপ্রিল —  পাটুলিতে তৈরি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মা ভাবতারিনীর মন্দির ।এই মন্দির নির্মাণে সবচেয়ে আকর্ষণীয় দিক হল। এই মন্দির যার হাতে তৈরী হচ্ছে তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের শিল্পী । তিনি নিজের নিপুণ দক্ষতাতে তৈরি করছেন ভবতারিণীর মন্দির।

 প্রায় ১৫০ বছরের বেশি সময় আগে রানি রাসমণির ইচ্ছেয় মন্দির তৈরি করেছিল টালিগঞ্জের রামনাথ মণ্ডল। আর এই মন্দির তৈরী করছেন সংখ্যালঘু শিল্পী মহম্মদ আজাহারউদ্দিন।পাটুলিতে নির্মিত এই নতুন মন্দিরের ফারাক একটু আছে। দক্ষিণেশ্বরের মন্দিরের  উচ্চতা ১০০ ফুট আর পাটুলির মন্দির হচ্ছে ৩৫ ফুটের।

Advertisement

উল্লেখ্য বিষয় হলো মানুষ যখন জাতি বিদ্বেষ ,ধর্ম নিয়ে হানাহানিতে ব্যাস্ত। ঠিক সেই সময়  মুসলিমের হাতে হিন্দুর মন্দির গোড়ার ঘটনা প্রমান করে  মানবতা বেঁচে আছে। আর মানবতার জয় নিশ্চিত। 

Advertisement

 পয়লা বৈশাখেই উদ্বোধন হবে দক্ষিণ কলকাতার নতুন দক্ষিণেশ্বর মন্দিরের। তাই জোর কদমে চলছে কাজ।দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের অন‌্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই মন্দির। সূত্রের খবর, এই মন্দিরে ভবতারিণীর মূর্তিও থাকবে।

Advertisement