• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! ঘটনায় জখম এক কিশোর

জখম ওই কিশোর বর্তমানে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন আছে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। যান ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত।

প্রতীকী চিত্র

বল ভেবে খেলতে গিয়ে খোদ কলকাতাতেই বিস্ফোরণ! পাটুলির এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন এক যুবক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পাটুলি থানার পুলিশ।

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পাটুলির মেলার মাঠে। সেখানে তখন কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিল। খেলতে খেলতে বলটি মাঠের বাইরে চলে যায়। এক কিশোর বলটি আনতে গিয়ে ঘটে এই ভয়ানক বিপত্তি। প্রথম কিশোরটি যখন বল কুড়োনোর জন্য ব্যস্ত ছিল, তখন অন্য আরেকটি কিশোর কাগজে মোড়ানো অন্য একটি গোলাকার বস্তু দেখে ছুটে যায়। বল ভেবে সেটি কুড়ানোর চেষ্টা করে সে। তখনই আচমকা ঘটে বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যায় কিশোরটি। মুখ ও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। ওই মাঠেই যন্ত্রনায় ছটফট করতে থাকে। পাশে থাকা আরও একজন কিশোর আতঙ্কে হতভম্ব হয়ে যায়।

Advertisement

এদিকে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। কিশোরটিকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক। জখম ওই কিশোর বর্তমানে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন আছে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। যান ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। তাদের প্রাথমিক অনুমান, নিষিদ্ধ কোনও শব্দবাজি ওই মেলার মাঠে পড়ে ছিল। তবে কীভাবে এই বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী টিম। নেওয়া হচ্ছে স্থানীয় মানুষের বয়ান।

Advertisement

Advertisement