• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নামাজ চলাকালীন জাকার্তার স্কুলের মসজিদে বিস্ফোরণ, আহত অন্তত ৫৪

 ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্কুল কমপ্লেক্সের মধ্যে থাকা এক মসজিদে শুক্রবারে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে

নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ জাকার্তার এক স্কুলে।  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্কুল কমপ্লেক্সের মধ্যে থাকা এক মসজিদে শুক্রবারে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। আহতদের মধ্যে বহুসংখ্যক স্কুল শিক্ষক এবং পড়ুয়াও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা। এলাকা ঘিরে ফেলা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, উত্তর জাকার্তার কেলাপা গাদিলিঙের এক স্কুল কমপ্লেক্সের ভিতরের মসজিদে দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ ঘটে।  মসজিদে নামাজ পড়া চলাকালী  বিস্ফোরণ ঘটে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  বিস্ফোরণ কারণ  এবং কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তা জানা যায়নি।

Advertisement

স্থানীয় পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, ঘটনায় এদিন দুপুর পর্যন্ত অন্তত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনেকের শরীরই ঝলসে গিয়েছে। কারও মাথা ফেটেছে। অনেকের আঘাত গুরুতর। যদিও বিস্ফোরণের ঘটনায় মসজিদের সে ভাবে বড় কোনও ক্ষতি হয়নি।

Advertisement

Advertisement