পাটুলিকাণ্ডে নয়া তথ্য! শেষপর্যন্ত টাকার জন্য নিজের ছেলের হাতেই খুন হয়েছেন নামী স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মালবিকা মৈত্র। এখনও পর্যন্ত হাতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে পুলিশ এমনটাই মনে করছেন। গত বুধবার পাটুলি থানার বিদ্যাসাগর কলোনিতে ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ। প্রতিবেশীরাই প্রথম লক্ষ্য করেছিলেন বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ। তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। দেখেন, বৃদ্ধার গায়ে আগুন লেগে গিয়েছে। কুঁকড়ে গিয়েছে তাঁর শরীর। মাথার কাছে পড়ে রয়েছে পাশবালিশ। তৎক্ষণাৎ পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছিলেন।
প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে, ছেলের সঙ্গে ভাড়া থাকতেন অবসরপ্রাপ্ত বৃদ্ধা শিক্ষিকা। সম্প্রতি অপারেশনের কারণে তাঁর শরীরের নিচের অংশ অসাড় হয়ে গিয়েছিল। ঠিক মতো হাঁটতে পারতেন না। শয্যাশায়ী ছিলেন তিনি। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। আর ছেলে ব্যাঙ্কের অস্থায়ী কর্মচারী। তবে ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যায়নি ছেলের। পুলিশ যোগাযোগের অনেক চেষ্টা করেছে। সেই থেকেই ক্রমশ সন্দেহ দানা বাঁধে পুলিশের। এই সূত্র ধরেই তদন্ত শুরু করতে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর এক নতুন তথ্য। যার জন্য সন্দেহের তীর যাচ্ছে ছেলের দিকেই। জানা গিয়েছে, সম্প্রতি মায়ের সই জাল করে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চেয়েছিলেন ছেলে। এক-দুই লক্ষ নয়, প্রায় নয় লক্ষ টাকা হাতানোর চেষ্টা করেন। তবে তিনি আদৌ নিজের উদ্দেশ্যে সফল হয়েছিলেন কিনা তা এখনও জানা যায়নি।
Advertisement
অন্যদিকে, নিজের ফোনের নম্বরও কিছু দিন আগে তিনি বদল করেছিলেন বলে খবর মিলেছে। তদন্তকারীদের অনুমান, টাকার জন্যই ছেলে নিজের মা-কে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। আর এখন তিনি গা-ঢাকা দিয়েছেন। তবে প্রকৃত কারণ জানার জন্য এখনও পুলিশ তদন্ত চালাচ্ছে। সমস্ত তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement



