• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

পাটুলিতে বৃদ্ধার রহস্যমৃত্যু, উদ্ধার দগ্ধ দেহ

প্রতিবেশীরা জানান, প্রতিদিন মাকে বাড়িতে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করেই কাজে যেতেন ছেলে। এদিনও তার অন্যথা হয়নি।

প্রতীকী ছবি

ঘরের ভিতর পড়ে রয়েছে দগ্ধ দেহ। মুখে চাপা দেওয়া বালিশ। খোলা রয়েছে আলমারি। শুনে কোনো থ্রিলার সিনেমার প্লট মনে হলেও বাস্তবে খোদ শহরের বুকেই ঘটেছে এমন রহস্যমৃত্যু। ঘরের ভিতর দগ্ধ অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরাই প্রথম পুলিশে খবর দেন। ঘটনাটি ঘটেছে পাটুলির বিদ্যাসাগর কলোনিতে।

সূত্রের খবর, মালবিকা মিত্র নামের ওই বৃদ্ধা ছেলের সঙ্গে থাকতেন। ছেলে ব্যাঙ্কে কর্মরত। প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার বেলায় তাঁরা লক্ষ্য করেন বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে। এরপর তাঁরা গিয়ে দেখেন বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ। ঘরের ভিতরে বালিশ চাপা অবস্থায় বৃদ্ধা মাটিতে পড়ে আছেন। তাঁর গায়ে আগুন ধরে গিয়েছে। ঘটনাস্থলে কেউ ছিল না। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন।

Advertisement

প্রতিবেশীরা জানান, প্রতিদিন মাকে বাড়িতে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করেই কাজে যেতেন ছেলে। এদিনও তার অন্যথা হয়নি। পুলিশ ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানোরও ব্যবস্থা করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, আগুন লাগলো কীভাবে, ঘটনার সময় ঘরের আলমারি খোলা ছিল কেন এই সব প্রশ্নের জবাব পেতে পুলিশ তদন্ত শুরু করেছে। এছাড়াও, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

Advertisement