• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বণিকসভা সিআইআই আয়োজন করল জিএসটি সংক্রান্ত আলোচনাসভা

সম্প্রতি জিএসটি আইনের ধারা ১১এ, ১৬(৫), ৭৪এ এবং ১২৮এ-তে প্রয়োজনীয় কিছু অংশ যুক্ত হয়েছে। এই নিয়েই তাঁরা মূলত আলোচনা করলেন।

নিজস্ব চিত্র।

বুধবার বণিকসভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই)-এর পূর্ব শাখা কলকাতায় একটি আলোচনাসভার আয়োজন করে। আলোচনার বিষয় ছিল জিএসটি আইন এবং জিএসটি কর। উপস্থিত ছিলেন ভারতীয় রেভিনিউ সার্ভিসের দুই অফিসার – শ্রী শ্রবণ কুমার (কলকাতা সিজিএসটি ও সেন্ট্রাল এক্সাইজের চিফ কমিশনার) এবং শ্রী মনোজ কুমার কেডিয়া (কলকাতা সিজিএসটি ও সেন্ট্রাল এক্সাইজের প্রিন্সিপাল কমিশনার)। উপস্থিত ছিলেন আরও নানা শিল্পপতি ও বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞরা।

সম্প্রতি জিএসটি আইনের ধারা ১১এ, ১৬(৫), ৭৪এ এবং ১২৮এ-তে প্রয়োজনীয় কিছু অংশ যুক্ত হয়েছে। এই নিয়েই তাঁরা মূলত আলোচনা করলেন। এর ফলে পদ্ধতিগতভাবে কী সুযোগসুবিধে হতে পারে, তাও উঠে এল তাঁদের কথায়। শ্রী শ্রবণ কুমার জানালেন, সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেটে বাণিজ্যিক সুযোগসুবিধা, বিবাদ নিষ্পত্তি এবং শিল্পক্ষেত্রের নানা দাবিদাওয়া মেটানোর জন্য কী কী পদক্ষেপের কথা আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, জিএসটি নেটওয়ার্ক (জিএসটিএন)-এর নতুন ‘ফিচার’ আইএমএস (ইনভয়েস ম্যানেজমেন্ট সার্ভিস)-এর কথা, যাতে সমস্তরকম ইনওয়ার্ড ইনভয়েস যাচাই করার পদ্ধতি আরও সরলীকৃত হয়।

Advertisement

এছাড়া সিআইআই ন্যাশনাল কমিটি অন এক্সিম-এর চেয়ারম্যান এবং প্যাটন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডাইরেক্টর শ্রী সঞ্জয় বুধিয়া, সিআইআই পূর্ব শাখা ইন্টারন্যাশনাল ট্রেড সাবকমিটি এবং প্যান্টন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট অপারেশনস শ্রী সুমিত গোয়েল প্রমুখদের আলোচনায় উঠে এলো জিএসটি করের নানা দিকের কথা।

Advertisement

Advertisement