• facebook
  • twitter
Friday, 30 January, 2026

‘সায়নী-দেবলীনাকে বলছে বাংলার বাইরে গেলে রেপ করে দেব, আমিও দেখিয়ে দেব’

টলিউডের বাঙালি অভিনেতা অভিনেত্রীরা বরাবর মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকেন।দুই বাঙালি অভিনেত্রী সম্প্রতি গাে-মাংস ও জয় শ্রীরাম নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।

দেবলীনা দত্ত (Photo: SNS)

টলিউডের বাঙালি অভিনেতা অভিনেত্রীরা বরাবরই মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকেন। তাদের মধ্যে দুই বাঙালি অভিনেত্রী সম্প্রতি গাে-মাংস ও জয় শ্রীরাম নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করায় বিজেপির রােষের মুখে পড়েছে।

সােস্যাল মিডিয়ায় তাদেরকে কি দিয়ে বলা হয়েছে বাংলার বাইরে গেলে বল করে দেব। এই মন্তব্যের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে সােমবার পুরশুড়ার সভায় মমতা বলেন, এদের এত বড় সাহস, ওরা বাংলার মা বােনদের ইজ্জত দিয়ে টানাটানি করে।

Advertisement

একবার বাড়াবাড়ি করে দেখুক, আমিও দেখিয়ে দেব, মমতা ব্যানার্জি কী আর পশ্চিমবঙ্গটাই বা কী।

Advertisement

Advertisement