• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

সলমনের জন্য কাজ হারালেন বাংলার ছেলে অরিজিৎ

‘সুলতানে’র ‘জগ ঘুমিয়া’ গানটা মনে আছে? সেই অরিজিৎ সিংয়ের গাওয়া গানটা বাদ দিয়ে রাহাত ফতে আলি খানকে দিয়ে গাইয়েছিলেন সলমন। এবারও ঘটল একই ঘটনা। ‘নয়ন ফিসল গ্যায়ে’ গানটি প্রথমে অরিজিৎকে দিয়ে রেকর্ড করালেও এখন শোনা যাচ্ছে গানটি আবার গাওয়ানো হবে রাহার ফতে আল খানকে দিয়েই। শুধুমাত্র সল্লু মিঞার ইচ্ছার জন্য। একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সল্লু

সলমনের জন্য কাজ হারালেন বাংলার ছেলে অরিজিৎ

‘সুলতানে’র ‘জগ ঘুমিয়া’ গানটা মনে আছে? সেই অরিজিৎ সিংয়ের গাওয়া গানটা বাদ দিয়ে রাহাত ফতে আলি খানকে দিয়ে গাইয়েছিলেন সলমন। এবারও ঘটল একই ঘটনা।
‘নয়ন ফিসল গ্যায়ে’ গানটি প্রথমে অরিজিৎকে দিয়ে রেকর্ড করালেও এখন শোনা যাচ্ছে গানটি আবার গাওয়ানো হবে রাহার ফতে আল খানকে দিয়েই। শুধুমাত্র সল্লু মিঞার ইচ্ছার জন্য।
একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সল্লু ও অরিজিতের দ্বন্দের কারণেই এমন করেছিলেন সলমন। অরিজিৎ সেই দ্বন্দ্ব মেটানোর জন্য প্রকাশ্যে বহুবার ক্ষমাও চেয়েছেন কিন্তু এখনও অরিজিৎ সিংয়ের ওপর রাগ কমেনি সলমানের।
এমনিতেই সল্লুকে নিয়ে বলিউডে একটা কথা খুব চলে, ‘দোস্তি ভি দিল সে নিভাতা হ্যায়, দুশমনি ভি’। সলমন যেমন কাজ দিয়েছেন ক্যাটারিনা, অর্জুন জারিনকে, তেমনই ভাইজানের রোষ নজরেও পড়ে কাজও হারিয়েছেন অনেকে, যেমন আমাদের অরিজিৎ সিং।
সুলতানের পর এবার কাজ হারালেন ওয়েলকাম টু নিউইয়র্ক ছবি থেকে। দিলিজিৎ দোসাঞ্জ, সোনাক্ষি সিনহা অভীনীত এই ছবিটিতে ‘নয়ন ফিসল গ্যায়ে’ নামক একটি গানে দেখা যাবে ভাইজানকে। আর তাই তার কথাতেই অরিজিৎ বাদ গেলেন এই ছবি থেকে।
যদিও এই ঘটনায় নোটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে সলমানকে। তারা প্রশ্ন তুলেছেন এত পাক প্রীতি কিসের সলমানের?