• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধুমপানে করােনার ঝুঁকি বাড়ে পঞ্চাশ শতাংশ

‘ধুমপান শরীরের পক্ষে ক্ষতিকর’ এটি আমরা সবাই কমবেশি জানি।করােনা আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান টেড্রস আধানম গেব্রেয়িসাস জানালেন এক বিস্ফোরক তথ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)'র ডিরেক্টর টেড্রস আধানম। (File Photo: AFP)

‘ধুমপান শরীরের পক্ষে ক্ষতিকর’ এটি আমরা সবাই কমবেশি জানি। তবে করােনা আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান টেড্রস আধানম গেব্রেয়িসাস জানালেন এক বিস্ফোরক তথ্য।

‘কমিট টু কুইক’ নামে তামাক বিরােধী প্রচারে হু প্রধান জানিয়েছেন-‘দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিড়ে মৃত্যুর ৫০ % শতাংশ ঝুঁকি বাড়ে’। শুধু তাই নয় ক্যান্সার, হৃদরােগ, ফুসফুসের রােগের সম্ভাবনা বাড়ে ধুমপানে।

Advertisement

তাই ধুমপানে ক্ষতিকর বিষয় গুলি আরও প্রচারের দরকার বলে মনে করেন হু প্রধান।

Advertisement

Advertisement