• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তাঁকে পলাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তাঁকে পলাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পেশায় আইনজীবী নাসিরুদ্দিন ২০১১ সালে তৃণমূলের টিকিটে প্রথম বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালে জিততে না পারলেও ২০২১ সালে ফের কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন।

রাজনৈতিক মহলে লাল নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ বলেন, বিকেলেই ওর সঙ্গে কথা হয়েছিল। তখনও বুঝতে পারিনি ও অসুস্থ। বিশ্বাস করতে পারছি না যে লাল আর নেই। ওঁর কাঁধে কাঁধ মিলিয়ে আর রাজনৈতিক পথ চলা হবে না।

নাসিরুদ্দিন আহমেদের পরিবার সূত্রের খবর, শরীর খারাপের কোন আভাস ছিল না। হঠাৎই অসুস্থতা অনুভব করেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।  নাসিরুদ্দিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দলীয় বিধায়কের প্রয়াণে এক্সে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমার সহকর্মী নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (লালাল) আকস্মিক মৃত্যুতে শোকাহত। একজন প্রবীণ জনসেবক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন আমাদের বিশ্বস্ত সম্পদ। তিনি একজন আইনজীবী এবং সমাজকর্মী ছিলেন। তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।