আজ নদিয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি রাজনৈতিক অন্যটি প্রশাসনিক সভা করার কথা। দুপুরে কৃষ্ণনগরের পৌঁছে প্রথমে সরকারি অনুষ্ঠান আর তার পরেই রয়েছে রাজনৈতিক সভা। এদিন সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে রাস্তা নির্মাণে মেগা-প্রকল্পের সূচনা করতে চলেছেন মমতা। গ্রামীণ ও শহরকেন্দ্রিক, সব মিলিয়ে ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। রাজ্যের কোষাগার থেকে খরচ হতে চলেছে প্রায় ৮৪৮৭ কোটি টাকা।
সরকারি অনুষ্ঠানের পর রয়েছে রাজনৈতিক সমাবেশ। এসআইআরের বিরুদ্ধে জেলায় জেলায় রাজনৈতিক জনসভা করছেন মমতা। বনগাঁ থেকে শুরু হয়েছে এই ‘পাশে থাকা’র সফর। তার পর তিনি গিয়েছেন মালদহ, বহরমপুর এবং কোচবিহারে। এসআইআরে সব চেয়ে চিন্তায় রয়েছেন মতুয়া এবং রাজবংশীরা। সংখ্যালঘুদের আশ্বস্ত করতে তিনি গিয়েছিলেন মালদহ-মুর্শিদাবাদে। নদিয়াতেও প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করেন। আবার একাংশে সংখ্যালঘুদের বাস। বৃহস্পতিবারের সভা থেকে মুখ্যমন্ত্রী তাঁদের ফের পাশে থাকার বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



