• facebook
  • twitter
Friday, 9 January, 2026

এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনা

২০২৭ সালের জনগণনার প্রথম পর্ব চলতি বছর ১ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

২০২৭ সালের জনগণনার প্রথম পর্ব চলতি বছর ১ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে। প্রথম দফাটি চলবে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন।২০২৭ সালের আদমশুমার হবে ভারতের ১৬তম এবং স্বাধীনতার পরে থেকে অষ্টম আদমশুমার। ১৯৪৮ সালের আদমশুমার আইন এবং ১৯৯০ সালের আদমশুমার বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা।

Advertisement

Advertisement

Advertisement