ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল। উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত, সুপ্রিম কাপ স্কুল ফুটবল ফাইনাল। এই ছয় মাস ব্যাপি সারা বাংলা জুড়ে জেলা আঞ্চলিক ভিত্তিক এই টুর্নামেন্ট এর সহায়তা করেছে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঝাড়গ্রাম মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ ওঘাসিয়ারা বিদ্যাপীঠ, সোনারপুর। ফাইনালে ঝাড়গ্রাম মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ ৬-২ গোলের ব্যবধানে, ঘাসিয়ারা বিদ্যাপীঠকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। ঝাড়গ্রাম মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ এর পক্ষে.মুচিরাম মান্ডি ৩ টি গোল দিয়ে হ্যাটট্রিক করে।
Advertisement
বিবেক মাহাতো২ টি এবংদেবজিৎ মালিক ১ টি গোল করে। ঘাসিয়ারা বিদ্যাপীঠের পক্ষে দুটি গোল করেন দেবাশিস সোরেন (নিজস্ব গোল) এবং ঈশান মন্ডল। ম্যাচের সেরা মুচিরাম মান্ডি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত এবং রঞ্জিত মুখার্জি। ছিলেন, ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশন (পশ্চিমবঙ্গ)-এর সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী প্রমুখ৷
Advertisement
Advertisement



