ব্লু লাইনে মেট্রো পরিষেবা বৃদ্ধির ঘোষণা আপাতত প্রত্যাহার করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ৮ জানুয়ারি থেকে পরিষেবা বাড়ানো হবে বলে আগেই একটি বিবৃতি জারি করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে এই মুহূর্তে পরিষেবা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না।
মেট্রো রেল সূত্রের খবর, সিগন্যালিং এবং অপারেশন সংক্রান্ত কিছু বিষয় এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি। সেই কারণেই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত আগের সূচি অনুযায়ীই ট্রেন চলবে। যদিও কর্তৃপক্ষের দাবি, সমস্যাগুলি দ্রুত মেটানোর কাজ চলছে।
Advertisement
মেট্রোর তরফে যাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে, খুব শীঘ্রই পরিষেবা বৃদ্ধির নতুন দিনক্ষণ জানানো হবে। শহরের নিত্যযাত্রীদের মধ্যে এই খবরে কিছুটা হতাশা তৈরি হলেও, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
Advertisement
Advertisement



