• facebook
  • twitter
Friday, 9 January, 2026

কোচকে ছাঁটাই করেও জয় পেল না ম্যান ইউ

আমোরিম- জমানাতেও রক্ষণভাগের দুর্বলতা আরও এক বার প্রকট হয়ে উঠল। অবশ্য পরে ম্যান ইউয়ের হয়ে জোড়া গোল করে এগিয়ে দেন বেঞ্জামিন সেসকো।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কদিন আগেই ক্লাবের বিরুদ্ধে মুখ খোলায় কোচকে ছাঁটাই করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবু দল জয়ে ফিরতে পারল না। তবুও, ইপিএলে বার্নলের কাছে আটকে গেল ইউনাইটেড। ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটিও। ব্রাইটনের কাছে আটকে যায়।

রুবেন আমোরিমকে ছেঁটে ফেলার পর ম্যান ইউয়ের দায়িত্ব নিয়েছিলেন ড্যারেন ফ্লেচার। সেই দল জিততে পারল না বার্নলের কাছে। বার্নল শেষ এগারোটি ম্যাচে জয় পায়নি। শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যান ইউ ডিফেন্ডার আইডেন হেভেন একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই বল জড়িয়ে দেন।

Advertisement

আমোরিম- জমানাতেও রক্ষণভাগের দুর্বলতা আরও এক বার প্রকট হয়ে উঠল। অবশ্য পরে ম্যান ইউয়ের হয়ে জোড়া গোল করে এগিয়ে দেন বেঞ্জামিন সেসকো। তবে শেষ মুহূর্তে দূরপাল্লার শটে গোল করে বার্নলকে সমতায় ফেরান বার্নলের জাইডান অ্যান্টনি।

Advertisement

এদিকে, ম্যান সিটির ইপিএল জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে ব্রাইটনের সঙ্গে ড্র করে। বুধবার রাতে আর্লিং হালান্ডের ১৫০ গোলের দিনেও ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে আটকে গেল সিটি। সংযুক্তি সময়ে ব্রাইটনের হয়ে গোল করেন কাওরু মিতোমা।

Advertisement