• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইউরোপা লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অবিশ্বাস্য জয়

নির্ধারিত সময়েও গোল না হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে গোল করে লিওনকে এগিয়ে দেন রায়ান চেরকি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এক রাত আগেই পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারেনি। ইউসিএলের দুই লেগে আর্সেনালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা। কিন্তু রিয়াল যেটা করে দেখাতে পারেনি সেটাই করে দেখাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের ঘরের মাঠে তারা লিওনকে পরাস্ত করল। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যান ইউ বনাম লিওনের খেলাটা হয়তো থ্রিলার বললেও কম বলা হয়। ম্যাচের পরতে-পরতে ছিল নাটকীয়তার মোড়। ৯ গোলে রুদ্ধশ্বাস ম্যাচে লিওনকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

খেলার প্রথম লেগের ফলাফল ছিল ২-২, ফলে শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে সেমিফাইনালে ওঠার লড়াইতে কোনো দলই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। দ্বিতীয় লেগের ম্যাচটির প্রথমার্ধে উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করে ম্যান ইউ। ফলাফলও মেলে একেবারে সঙ্গে সঙ্গেই। ১০ মিনিটের মধ্যেই ম্যানুয়েল উগার্তের গোলে এগিয়ে যায় রেড ডেভিল্সরা। বিরতির ঠিক আগে ডিয়োগো দালোতের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-০ গোলে এগিয়ে থাকে। অর্থাৎ, দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে তখন সেমির স্বপ্ন দেখা শুরু করেছে রুবেন আমোরিমের দল। তবে খেলা থ্রিলারে পরিণত হয় দ্বিতীয়ার্ধে। ৭১ মিনিটে লিওনের পক্ষ থেকে গোল করেন তোলিসো। ছ’মিনিট পর, অর্থাৎ ৭৭ মিনিটে ফের নিকোলাস তালিয়াফিকোর গোলে খেলায় ফেরে লিওন।

Advertisement

নির্ধারিত সময়েও গোল না হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে গোল করে লিওনকে এগিয়ে দেন রায়ান চেরকি। ১০৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লিওনের তারকা ফুটবলার আলেকজান্দ্রে লাকাজেত। ম্যাচ সম্পূর্ণভাবে মানে একেবারে ১৮০ ডিগ্রি তখন ঘুরে গেছে বলতে গেলে, সকলেই ধরেই নিয়েছে মোটামুটি ভাবে যে লিওন দুরন্ত ‘কামব্যাক’ করে ইউরোপ লিগের সেমির ছাড়পত্র কেটেই নিয়েছে, ঠিক তখনই অনবদ্য প্রত্যাবর্তন করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রেড ডেভিল্সরা ১১৪ মিনিটে পেনাল্টি পেলে ব্রুনো ফার্নান্দেজ গোল করতে ভুল করেননি। তার ঠিক পরেই ১২০ মিনিটের মাথায় দুরন্ত শটে কোবি মাইনুর গোলে সমতায় ফেরে ম্যান ইউ। আর এরপরেই ছিল আসল চমক। মাত্র এক মিনিটের মধ্যেই হ্যারি ম্যাগুয়েরের গোলে খেলাটি যেতে আমোরিমের দল। এভাবেই ৭-৬ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যান ইউ। ১ মে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দ্বিতীয় লেগের খেলা ৮ মে।

Advertisement

Advertisement