ভারতীয় তারকা শাটলার পি ভি সিন্ধু মালয়েশিয়া ওপেনে জয় দিয়েই অভিযান শুরু করলেন। প্রথম রাউন্ডের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চাইনিজ তাইপের শাটলার সাং শু উয়ংকে সহজেই হারালেন তিনি। খেলার ফলাফল তাঁর পক্ষে ২১-১৩, ২২-২০। সহজ এই জয়ে পরের রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিলেন অলিম্পিক পদকজয়ী তারকা এই শাটলার।
দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের বছর ১৯ এর তারকা তোমোকা মিয়াজাকি। এই প্রসঙ্গে বলা যায়, ২০২২ সালে জুনিয়র বিশ্বকাপ জিতেছিলেন তিনি। বর্তমানে, ক্রমতালিকায় ৯ নম্বরে রয়েছেন তিনি। ফলে, তাঁর বিরুদ্ধে লড়াইটা খুব একটা সহজ হবে না ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা সিন্ধুর জন্য।
Advertisement
অন্যদিকে, মালয়েশিয়া ওপেনে জয় পেয়েছেন চিরাগ শেট্টি-সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি জুটি। পুরুষদের ডাবলসে চাইনিজ তাইপের ইয়াং পো-সান ও লি ঝে-হু জুটিকে হারালেন তারা। খেলার ফলাফল সাত্বিক সাইরাজ- চিরাগ শেট্টি জুটির পক্ষে ২১-১৩, ২১-১৫।
Advertisement
Advertisement



