• facebook
  • twitter
Tuesday, 13 May, 2025

মেট্রোয় ঝাঁপ

সুভাষগামী মেট্রো গিরিশ পার্কে ঢুকতেই দ্রুত গতিতে এগিয়ে যান ওই মহিলা।কর্তব্যরত আরপিএফ রা মহিলাকে বাঁচাতে ছুটে যান।তবে শেষরক্ষা হয়নি।

সোমবার দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মহিলা। | সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে গিরিশ পার্ক স্টেশনে।

এই ঘটনার জেরে ব্যহত পরিষেবা। জানা গিয়েছে , গিরিশ পার্কে ঘোরাফেরা করছিলেন ওই মহিলা।

১২ টা বেজে ৩৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো গিরিশ পার্কে ঢুকতেই দ্রুত গতিতে এগিয়ে যান ওই মহিলা । কর্তব্যরত আরপিএফ – রা মহিলাকে বাঁচাতে ছুটে যান।

তবে শেষরক্ষা হয়নি ।