স্বামীর সঙ্গে ঝগড়ার প্রই ১০ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিতে উদ্যত হয়েছিলেন এক মহিলা। কিন্তু স্বামী তাঁর হাত ধরে ফেললােও বেশ কিছুক্ষণ রেলিং থেকে ঝুলছিলেন। কিন্তু আচমকা স্বামীর হাত ফস্কে ১০ তলা থেকে নীচে পড়েন ওই মহিলা।
মঙ্গলবার চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের বিজয়নগরে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সেভিয়াের সােসাইটি নামের বহুতলের ১০ তলায় ৯০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন ফারাজ হাসান এবং তাঁর স্ত্রী সাদিয়া। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া হয়। সে সময়ই দরজা খুলে রেলিংয়ের দিকে ছুটে আসেন সাদিয়া।
Advertisement
কিন্তু ঝাঁপ মারার আগেই হাসান তাঁর হাত ধরে ফেলেন। সেই ভাবেই বেশ কিছুক্ষণ ছিলেন তাঁরা। যা দেখে স্থানীয়রা মাটিতে একটি গদি বিছিয়ে দেন। স্ত্রীকে টেনে তুলতে গিয়ে হাত ফস্কে যায় হাসানের। ১০ তলা থেকে সরাসরি মাটিতে পড়েন সাদিয়া। গদি থাকায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন নয়ডার একটি বেসরকারি হাসপাতালে।
Advertisement
Advertisement



