• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সামির প্রশংসায় লােকেশ ও গ্লেন ম্যাক্সওয়েল

সামির প্রশংসায় পঞ্চমুখ লােকেশ রাহুল ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেই সামির সম্বন্ধে বলেন, অসাধারণ বােলিং করছে সামি।প্রতিযোগিতায় সেরা ইয়র্কার বােলিং মাস্টার।

মহম্মদ সামি (Photo: Surjeet Yadav/IANS)

 

চলতি আইপিএল প্রতিযােগিতায় অসাধারণ বােলিং পারফরমেন্স করে দেখিয়ে নজর কেড়েছেন মহম্মদ সামি। আর তার বােলিংয়ের সুবাদে দিল্লিকে হারিয়ে পাঞ্জাব প্লে-অফে খেলার আশা জিইয়ে রেখেছে।

Advertisement

আর সামির প্রশংসায় পঞ্চমুখ লােকেশ রাহুল ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেই সামির সম্বন্ধে বলেন, অসাধারণ বােলিং করছে সামি। সামি এবারের প্রতিযোগিতায় সেরা ইয়র্কার বােলিং করার মাস্টার হিসাবে দেখতে পাচ্ছি।

Advertisement

আর দলের একজন অভিজ্ঞ বোলার হিসাবে সামির যা যা করার প্রয়ােজন সে ক্রমশ করে চলেছে। আশা করছি সামি ভবিষ্যতে আমাদের দলকে জেতানাের জন্য আরাে ভালাে পারফরমেন্স করে দেখাবে এবং নিজের বােলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখবেন।

Advertisement