• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ জয়ের ধারা বজায় রাখতে চায় চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংসের কাছে প্রতিটা ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ডু অর ডাই।গত ম্যাচে জিতে প্রতিযােগিতায় নিজেদের টিকে থাকার রসদটা জাগিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনি (Photo: IANS)

এখন চেন্নাই সুপার কিংসের কাছে প্রতিটা ম্যাচই হয়ে দাঁড়িয়েছে ডু অর ডাই। গত ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিযােগিতায় নিজেদের টিকে থাকার রসদটা জাগিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস।

এবারে আর কোনও ভুলত্রুটি নয়। শুধু এগিয়ে যেতে হবে। একটা ম্যাচে হার স্বীকার করলেই চেন্নাই সুপার কিংসকে বিপদের মুখে পড়তে হতে পারে সেটা এখন থেকে নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।

Advertisement

আজ ধােনিরা মুখােমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে। এবারে সকলের নজর কেড়ে দিল্লি ক্রিকেটাররা ভালাে পারফরমেন্স করে বারাে পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। তবে চেন্নাইয়ের মতন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে কিছুটা চিন্তায় রয়েছে দিল্লি ক্যাপিটালস দল কারণ দলের ক্রিকেটারদের একাধিক চোট সমস্যা নিয়ে। এখন দিল্লির হয়ে আজ শ্রেয়স মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার।

Advertisement

Advertisement