দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরপর দু’টি টেস্টে লজ্জার হারে ভারতীয় দল মুখ লুকিয়ে নিয়েছিল। তারপরেই ঘুরে দাঁড়ানোর ভাবনায় কোচ গৌতম গম্ভীর কী অঙ্ক কষবেন, তা নিয়ে এখনই কোনওরকম ব্যাখ্যা দেওয়া যাবে না। মহেন্দ্র সিং ধোনির শহরে একদিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
তবে এখনই পাকা কথা না হয়ে গিয়েছে এমন বলা সম্ভব নয়। কিন্তু রোহিত এবং বিরাটের সঙ্গে যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মারা যেভাবে কঠোর অনুশীলন করলেন, তাতে স্পষ্ট হয়ে গেছে বলতেই পারা যায় তারকা দুই ক্রিকেটার অবশ্যই প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।
Advertisement
একদিনের ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়ছেন ঋষভ পন্থ ও ঋতুরাজ গাইকোয়াড। টেস্টে যেভাবে ভারতীয় দল হেরেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্যই একদিনের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই একদিনের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা অঙ্গীকারবদ্ধ। স্বাভাবিকভাবে বিরাট ও রোহিত ভারতীয় দলে থাকার অর্থই আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাওয়া। ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল এমন মনোভাব প্রকাশ করে বলেছেন, অভিজ্ঞতা অনেক সময় দলকে এগিয়ে রাখে।
Advertisement
অধিনায়ক লোকেশ রাহুল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতীয় দলে এই মুহূর্তে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে অত্যন্ত প্রয়োজন। সিরিজ জিততে গেলে তাঁদের সাহচর্য এবং উৎসাহ দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। চোটের কারণে ঋষভ পন্থ বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। যদি সেইভাবে নিজেকে ফিট বলে মনে করেন, তাহলে নিশ্চয়ই ঋষভের কথা ভাবা হবে। ভারতীয় দলের অন্যতম বোলার আর্শদীপ সিং ও হর্ষিত রানারা অত্যন্ত সিরিয়াস। জাদেজার সঙ্গে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দর ও নীতীশকুমার রেড্ডিকে। নিঃসন্দেহে কুলদীপের জায়গা পুরোপুরি পাকা। অলরাউন্ডার হিসেবে অবশ্যই প্রথম নামটা উঠে আসবে রবীন্দ্র জাদেজার। প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথম একাদশে রাখা হবে কিনা, তা কেউই স্পষ্ট করেননি।
সাধারণত রাঁচিতে খেলা থাকলে সবসময় মাঠে চলে আসেন মহেন্দ্র সিং ধোনি। তাই রবিবার লোকেশ রাহুলদের খেলা দেখার জন্য ধোনি কি আসবেন? আর যদি ধোনি মাঠে থাকেন, তাহলে খেলোয়াড়রাও সাহস পাবেন এবং দর্শকরাও খুশি হবেন। উন্মাদনা আরও বেড়ে যাবে। সেই কারণেই ভারতীয় দলের খেলোয়াড়রা চাইছেন প্রথম একদিনের ম্যাচে মাঠে আসুন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও দারুণভাবে উজ্জীবিত। ইতিমধ্যেই তাঁরা ভারতীয় দলের বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচে দুরন্তভাবে জয় তুলে নিয়ে সিরিজ পকেটে তুলে নিয়েছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার সম্পদ বলতেই জানসেন, মার্করাম ও অধিনায়ক টেম্বা বাভুমারা নিশ্চয়ই লড়াকু মনোভাব নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন। দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়ে ভারতে আসে। তারপরেই দু’টি টেস্ট ম্যাচে জয় তুলে নিয়ে অত্যন্ত নিজেদের প্রতি আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয়, একদিনের ক্রিকেটের চরিত্র কীভাবে দুই দলের কাছে খেলা করে। দু’দলের কাছেই কিন্তু টস একটা বড় ভূমিকা নেবে। খেলা শুরু হবে দুপুর দেড়টা থেকে। তাই সকালের শিশিরের প্রভাবটা থাকবে উইকেটে। সেই কারণে যে দলই টসে জিতুক না কেন, তারা খুব সম্ভবত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২২ সালে রাঁচিতে একমাত্র একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ২৭৮ রান করেছিল। তার জবাবে ভারতীয় দল ঝোড়ো ইনিংস খেলে ৩ উইকেটে জয়লাভ করেছিল। ওই ম্যাচে শ্রেয়স আইয়ার ১১৩ রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন।
Advertisement



