ইস্টার্ন ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ৮–৯ নভেম্বর কলকাতার মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং-এ অনুষ্ঠিত হল ইস্টার্ন রিজিওনাল অপ্টোমেট্রি কনফারেন্স ২০২৫। ‘দ্য বেস্ট ভিশন ফর অ্যান ইমপ্রুভড লাইফ’ থিম-এ অনুষ্ঠিত দু’দিনের এই সম্মেলনে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের শীর্ষ চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সম্পাদক স্বামী নিত্যকামানন্দ মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ড. অনিল কে. ত্যাগী (সভাপতি, দিল্লি অপ্টোমেট্রিস্ট অ্যাসোসিয়েশন), ড. প্রেম কুমার সিং (ড. শ্ৰফ’স চ্যারিটি আই হসপিটাল, দিল্লি), মিস যোগিতা এল. রাজগাঁধি, সভাপতি, ভোশ ইন্টারন্যাশনাল (ইন্ডিয়া চ্যাপ্টার), ড. পঙ্কজ রূপালিয়া (মেডিক্যাল ডিরেক্টর, রোটারি টেকনো নেত্রালয়), ড. জয়ন্ত ভট্টাচার্য (ডিরেক্টর, কল্যাণী আই কেয়ার), ড. অভিজিৎ ঘোষ (প্রাক্তন রিডার, আরআইও)।
Advertisement
পশ্চিমবঙ্গ সরকার এবং নীতি আয়োগের অধীনে রেজিস্টার্ড ইস্টার্ন ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে অপ্টোমেট্রি শিক্ষা এবং জন-চক্ষু-স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে আসছে। ২০২৫ জুড়ে সংস্থাটি একাধিক বিনামূল্যের চক্ষু শিবির, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম এবং দক্ষতা উন্নয়ন কর্মশালা আয়োজন করে। এর মাধ্যমে হাজারও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ উপকৃত হন এবং অপ্টোমেট্রি শিক্ষার্থীরা উন্নত ক্লিনিক্যাল অভিজ্ঞতা লাভ করেন। এই উদ্যোগগুলো পরিচালনা করেন সিনিয়র অপ্টোমেট্রিস্ট মধুমিতা দেব (সাধারণ সম্পাদক, ইস্টার্ন ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন)।
Advertisement
উদ্বোধনী ভাষণে স্বামী নিত্যকামানন্দ মহারাজ বলেন, ‘দৃষ্টি-সেবা মানেই মানবসেবা। ইস্টার্ন ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন-এর কাজ সমাজের প্রতি সত্যিকারের করুণা ও নিষ্ঠার প্রতিফলন।’ ড. অনিল কে. ত্যাগী বলেন, ‘ইস্টার্ন ‘ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন-এর কমিউনিটি সার্ভিস এবং পেশাগত অগ্রগতি প্রশংসনীয়। অপ্টোমেট্রির ভবিষ্যৎ ঐক্য ও দক্ষতার উপর নির্ভর করে।’ সভাপতির ভাষণে ইস্টার্ন ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট বাংলা অপ্টোমেট্রির শতবর্ষের গৌরবময় ইতিহাস তুলে ধরেন।
Advertisement



