• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে ভারত, ফের দাবি ট্রাম্পের

কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা ডোনাল্ড ট্রাম্পের। সেই বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘রাশিয়ার দুই বৃহত্তম তেলশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণেই ভারত রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণ কমিয়েছে।’ চিনের বিষয়েও মুখ খোলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘চিন ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে।’ একই সঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, আগামী দিনে চিন-আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। আমেরিকা ও চিনের শুল্ক সমস্যা সমাধানের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা ডোনাল্ড ট্রাম্পের। সেই বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ওই বৈঠকে রাশিয়ান তেল ক্রয়, কৃষি, বাণিজ্য, ফেন্টাইল সঙ্কট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। জিংপিংকে বন্ধু মনে করেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি শুল্ক এবং বাণিজ্য নিয়ে আমেরিকার একাধিক সিদ্ধান্তের জেরে চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই সমস্যাও মিটে যাবে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমেরিকা-চিন সম্পর্ক মেরামত করা সম্ভব। জিনপিংকে বন্ধু মনে করি।’

Advertisement

সম্প্রতি চিনের পণ্যের উপরে ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা দিয়েছিল চিনও। জিংপিং সরকার জানিয়েছিল, ‘ভুল শুধরে’ না নিলে চিন যা করার করবে। বেজিংয়ের এই হুঁশিয়ারির পর ট্রাম্প জানিয়েছিলেন, যদি চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ হয়ও, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রেসিডেন্টের দেখা করবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় তিন দিনের ‘এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট’ হবে। সেখানেই দেখা হতে চলেছে দুই রাষ্ট্রনেতার।

Advertisement

অবশ্য শুধু শুল্ক নিয়েই নয়, রাশিয়া থেকে তেল কেনার কারণেও ভারত এবং চিনের উপর রুষ্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, চিন এবং ভারতকে তেল রপ্তানি করে যে লাভ করে রাশিয়া, তা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে। তাই ট্রাম্প চান, এই দুই পড়শিই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করুক। যদিও ভারত এই বিষয়ে সাফ জানিয়ে দিয়েছে, ‘ভারত তেল কিনবে সেখান থেকেই, যেখান থেকে তা সাশ্রয়ী দামে পাওয়া যাবে। দেশের স্বার্থই সবার আগে দেখা হবে। দেশে তেল ও গ্যাসের চাহিদার কথা মাথায় রেখে ভারত সেগুলি আমদানি করে। ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিকেই সবার আগে মাথায় রাখা হয়।

Advertisement