ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে দাঁড়িয়ে শরিফ বলেন, ‘মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।’ এর পাশাপাশি পাকিস্তান শান্তি চায় বলেও জানিয়ে দিয়েছেন শরিফ। তাঁর কথায়, ‘আজারবাইজানি এবং তুর্কি ভাইদের মতোই শান্তি চায় পাকিস্তান। তবে আমাদের সার্বভৌমত্ব বা অখণ্ডতা প্রশ্নের মুখে পড়ল রুখে দাঁড়াব।’
এক্ষেত্রে বলে রাখা ভালো, ভারতের সঙ্গে সংঘর্ষ চলাকালীন হাতেগোনা সিংহভাগ দেশই পাকিস্তানের ভূমিকার সমালোচনা করেছিল। যে কয়েকটি দেশ ইসলামাবাদকে প্রকাশ্যে সমর্থন করেছিল, তাদের মধ্যে আজারবাইজান অন্যতম। শনিবার পাক প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপিত হওয়ার পিছনে ডোনাল্ড ট্রাম্পের বড় ভূমিকা রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে তাঁর জন্যেই। এর ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণে বেঁচেছেন।’
Advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনিই থামিয়েছেন। এই দাবিকে পাকিস্তান সমর্থন করলেও ভারত তা নাকচ করে দিয়েছে। নয়াদিল্লির সাফ দাবি, দুই দেশের প্রতিনিধি হটলাইনে আলোচনার মাধ্যমে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। ভারতের এই দাবি নিয়ে অবশ্য পাকিস্তান কোনও সময়ই সরাসরি কিছু বলেনি।
Advertisement
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। চারদিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। এরপর অবশ্য দু’পক্ষই সংঘর্ষবিরতির পথে হাঁটে।
Advertisement



