আমেরিকার হাত ছেড়ে চিনা ছত্রছায়ায় ঢুকতে মরিয়া পাকিস্তান। এবার মান্দারিন ভাষাকে তাদের সরকারি ভাষার স্বীকৃতি দিল পাক সরকার।
পাকিস্তানের দাবি, এর উদ্দেশ্য একটাই চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডোর বা সিপিইসি’র কাজকর্মে জড়িত মানুষ যাতে আরও ভালো কথাবার্তা বলতে পারেন।
Advertisement
এর ফলে দুদেশের সম্পর্কের আরও উন্নতি হবে। মার্কিন যুক্ত্রাষ্ট্রের পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেন হুক্কানি ট্যুইট করে জানিয়েছেন ৭০ বছরের মধ্যে ৪তি বিদেশি ভাষাকে গুরুত্ব দিচ্ছে তারা।
Advertisement
সেগুলি হল উর্দু, ইংরাজি, আরবি ও এখন চিন থেকে মান্দারিন। অথচ এগুলির মধ্যে একটিও পাকিস্তানের মাতৃভাষা নয়। এ ব্যাপারে আমেরিকার উদ্যোগ বেড়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি বলছে পাকিস্তান চিনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় বিঘ্নিত হতে পারে মার্কিন স্বার্থ।
Advertisement



