প্রেসিডেন্ট পদ যাওয়ার আগে চিনকে বড়সড় ধাক্কা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প। তিব্বত সংক্রান্ত একটি বিলে সই করে পরবর্তী দলাই লামার নির্বাচনে বেজিংয়ের প্রভাব খর্ব করলেন তিনি।
সম্প্রতি মার্কিন কংগ্রেস তিব্বত নীতি সহায়ক বিল পাশ করেছিল। রবিবার সেই বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
Advertisement
এই নতুন আইনে বলা হয়েছে, পরবর্তী দলাই লামা নির্বাচন করতে চিন বা অন্য কোনও দেশের অনুমােদন ছাড়াই নিজেদের পছন্দ মত ধর্মগুরু বেছে নিতে পারবেন তিব্বতীরা।
Advertisement
বর্তমান দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে চিন। কমিউনিস্ট দেশের অভিযােগ, তিব্বতকে চিন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছেন তিনি। এ বিষয়ে ভারত ও বেজিংয়ের মধ্যে রাজনৈতিক চাপানউতাের রয়েছে।
এই আইনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে চিনা দূতাবাস সম্প্রসার করতে গেলে সবার আগে তিব্বতের রাজধানী লাসায় মার্কিন দূতাবাস তৈরির ছাড়পত্র দিতে হবে চিনকে।
Advertisement



