বহু প্রতীক্ষিত ছবি ‘বৃষভ’-এর ট্রেলার প্রকাশ্যে এল। কোচিতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোহললাল অভিনীত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আনা হয়। অনুষ্ঠানে ছিলেন স্বয়ং মোহনলাল, সমরজিৎ লঙ্কেশ, রাগিনী দ্বিবেদী এবং নয়ন সারিকা। এছাড়া ছিলেন ছবির পরিচালক নন্দ কিশোর এবং প্রযোজক বরুণ মাথুর, বালাজি টেলিফিল্মসের গ্রুপ সিইও এবং সিএফও অভিষেক এস. ব্যাস এবং সঞ্জয় দ্বিবেদী।
নন্দ কিশোর পরিচালিত এই ছবির প্রযোজনা করেছে একতা কাপুরের বালাজি টেলিফিল্মস। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম এই পাঁচ ভাষায় মুক্তি পাবে এই ছবি। ‘বৃষভ’ সিনেমার মূল বিষয়বস্তু হল পূর্বজন্মের শত্রুতা। যেখানে দুই শপথকারী শত্রু নতুন জন্মে পিতা-পুত্র হিসেবে পুনর্জন্ম নেয় এবং তাদের মধ্যে প্রেম ও প্রতিশোধের এক তীব্র সংঘাত তৈরি হয়। যা অ্যাকশন ও আবেগের আবহে গড়ে উঠেছে। এটি একটি মাল্টিলিংগুয়াল অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা যেখানে মোহনলাল প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিতে পারিবারিক বন্ধন, আনুগত্য ও প্রতিশোধের গল্প বলা হয়েছে।
Advertisement
মোহনলালকে দ্বৈত চরিত্রে দেখানো হয়েছে। পূর্বজন্মে তিনি রাজা বিজয়েন্দ্র বৃষভ। বর্তমান সময়ে, তিনি একজন সফল ব্যবসায়ী। তাঁর পুত্রের চরিত্রে অভিনয় করছেন সমরজিৎ লঙ্কেশ। ট্রেলারটিত অ্যাকশন, গভীর আবেগ এবং অত্যাশ্চর্য দৃশ্যের চিত্র তুলে ধরা হয়েছে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাম সিএস। সাউন্ড ডিজাইন করেছেন রেসুল পুকুট্টি এবং সংলাপ লিখেছেন এসআরকে।
Advertisement
প্রযোজক একতা কাপুর ছবির বিষয়ে বলেছেন, ‘বৃষভ আমাদের কাছে সিনেমার চেয়েও অনেক বেশি কিছু। আমাদের সর্বভারতীয় যাত্রায় এই ছবিটি বিশেষ মাইলফলক। এই অবিশ্বাস্য সুযোগ দেওয়ার জন্য আমি মোহনলাল স্যরের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর আন্তরিকতা এবং অতুলনীয় পর্দার উপস্থিতি এই গল্পে আলাদা মাত্রা যোগ করেছে।
এই ছবির অভিনেতা এবং কলাকুশলীদের সঙ্গে কাজ করা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আমার বিশ্বাস দর্শকদের এই ছবি ভালো লাগবে।‘ পরিচালক নন্দ কিশোর এই ছবি প্রসঙ্গে বলেছেন, ‘এটি এমন একটি গল্প যা সময়ের সঙ্গে হৃদয়কে সংযুক্ত করে। প্রেম, নিয়তি এবং ত্যাগ মিলিয়ে বাবা এবং ছেলের এক অনবদ্য গল্প। মোহনলাল স্যরের সঙ্গে কাজ করা প্রতিটি চলচ্চিত্র নির্মাতার স্বপ্ন। তিনি গল্পের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন। নম্র, শৃঙ্খলাবদ্ধ এবং নির্ভীক। প্রতিটি অ্যাকশন সিকোয়েন্স নিজেই সম্পাদন করেন। বৃষভ ভালোবাসা দিয়ে তৈরি এবং আমি বিশ্বাস করি সিনেমাপ্রেমীরা এই ছবির সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন।‘ বড়দিনের ছুটির দিন সারা ভারতবর্ষে মুক্তি পাচ্ছে মোহনলালের ‘বৃষভ’। দর্শকদের অপেক্ষার পারদ এই শীতেও চরমে উঠেছে।
Advertisement



