অরুণাচল সংলগ্ন তিব্বত অঞ্চলে বুলেট ট্রেন চালাল চিন 

আগামী ১ জুলাই চিনের কমিউনিস্ট পার্টির একশাে বছর পূর্তি। তার আগেই শুক্রবার এই রেলপথের সূচনা করে কী ভারতকে কড়া বার্তা দিল বেজিং? 

Written by SNS Bejing | June 27, 2021 7:32 pm

বুলেট ট্রেন (File Photo: IANS)

শুক্রবার সকালে ভারতের অরুণাচল প্রদেশের কাছে তিব্বতের হিমালয় অঞ্চলে বুলেট ট্রেন চালালাে চিন। তিব্বত প্রদেশের রাজধানী লাসা এবং সীমান্তবর্তী শহর লিনঝিকে এই রেললাইন যুক্ত করেছে। 

এই লিনঝি নিয়েই বিতর্ক রয়েছে। অরুণাচল সীমান্তের খুব কাছে লিনঝি। ৪৩৫.৫ কিলােমিটার এই রেলপথের বেশিরভাগই প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে গিয়েছে। 

আগামী ১ জুলাই চিনের কমিউনিস্ট পার্টির একশাে বছর পূর্তি। তার আগেই শুক্রবার এই রেলপথের সূচনা করে কী ভারতকে কড়া বার্তা দিল বেজিং? 

কিংহাই-তিব্বত রেলপথের পর সিচুয়ান-তিব্বত রেলপথ হল তিব্বতের দ্বিতীয় রেলপথ। এটি বিশ্বের ভূ-তাত্ত্বিকভাবে অন্যতম সক্রিয় অঞ্চল কিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব দিক দিয়ে গিয়েছে।