প্রবল ভূকম্পন অরুণাচলে

ফের ভূকম্পন হল অরুণাচল প্রদেশের বাসারে। ভূকম্পনের মাত্রা ৪.৯ রিখটার স্কেল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ প্রবল কম্পন অনুভূত হয়।

Written by SNS Arunachal Pradesh | January 19, 2022 10:06 pm

ফের ভূকম্পন অরুণাচল প্রদেশের বাসারে। ভূকম্পনের মাত্রা ৪.৯ রিখটার স্কেল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ প্রবল কম্পন অনুভূত হয়। বাসারের ১৪৮ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে ভূ-কম্পনের উৎপত্তিস্থল।

ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, অরুণাচল প্রদেশের উত্তরাংশ পুরোটাই ভূকম্পন প্রবণ এলাকা হওয়ায় প্রায়শই ওই জায়গায় ভূমিকম্প হয়। লেপা-রাডা জেলােক বাসার এলাকায় মূলত প্রবল কম্পন অনুভূত হয়। কোনও ক্ষয়ক্ষতি খবর নেই।

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ‘কম্পনের উৎসস্থল ছিল বাসারের ১৪৮ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের মাটির ১০ কিলোমিটার নিচে কম্পন অনুভূত হয়’।

গত ৫ জানুয়ারি অরুণাচল প্রদেশে ভূকম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭ রিখটার স্কেল।

ঠিক পরের দিন অসমের ভূমিকম্পের জেরে অরুণাচল প্রদেশেও কম্পন অনুভূত হয়েছিল। গত বছর অক্টোবর মাসে চারবার ভূমিকম্প হয়েছিল।