ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা নগদ এবং প্রায় ৪ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে জাম্বিয়ার বিমানবন্দর থেকে। নগদ টাকা এবং সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় যুবককে। কেনেথ কাউন্ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ড্রাগ এনফোর্সমেন্ট কমিশন-এর আধিকারিকরা। কিন্তু ডিইসি আধিকারিকদের কাছে আগেই খবর ছিল বিমানবন্দর থেকে কোটি কোটি টাকা এবং সোনা পাচার হতে পারে। ফলে কড়া নজরদারি চালাচ্ছিলেন ডিইসি-র আধিকারিকেরা। তখনই ওই যুবক গ্রেপ্তার হন। যুবককে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
ডিইসি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা ওই যুবক কোথা থেকে নিয়ে আসছিলেন, এবং কোথায়ই বা তা পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। যাঁরা এই চক্রের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তদন্তকারীরা জানিয়েছেন, একটি সুটকেসে টাকা ও সোনা ভরে তা কালো ব্যাগে করে নিয়ে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল। প্রসঙ্গত, এর আগেও ৫ জন মিশরীয় টাকা এবং সোনা পাচারের সময় জাম্বিয়ায় গ্রেপ্তার হন। বছর দুয়েক আগের এই ঘটনায় পাচারকারীদের কাছ থেকে ১২৭ কেজি সোনা এবং ৫ কোটি টাকা উদ্ধার হয়েছিল।
Advertisement
Advertisement
Advertisement



