• facebook
  • twitter
Thursday, 15 May, 2025

বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত গাড়িতে আগুন, মৃত ৪

বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত গাড়িতে আগুন লেগে মৃত্যু হল ৪ পর্যটকের। গুরুতর জখম আরও ২। মর্মান্তিক এই ঘটনাটি নেপালের তাপলেজুং এলাকার।

বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত গাড়িতে আগুন লেগে মৃত্যু হল ৪ পর্যটকের। গুরুতর জখম আরও ২। মর্মান্তিক এই ঘটনাটি নেপালের তাপলেজুং এলাকার। মৃতদের প্রত্যেকেই নেপালের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে একটি চার চাকার গাড়িতে নেপালের ফুংলিংয়ের পাতিভারা মন্দির দর্শনে যাচ্ছিলেন ৬ জন পর্যটক। গুন্ড্রে-টেরসে সড়কের উপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি উপর ছিঁড়ে পড়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। ফুংলিং পুরসভার সেয়ারো চকে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় গাড়িটিতে। পিছনের আসনে থাকা দুই যাত্রী প্রাণে বেঁচে গেলেও সামনে থাকা যাত্রীরা মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হন।

ফুংলিং থানার পুলিশ ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন – নেপালের ললিতপুরের বাসিন্দা আধ্যা আচার্য (১৬), ভদ্রপুরের বাসিন্দা বিনোদ পোড়েল (৭০), সরিতা পোড়েল (৬৯) এবং দুর্গা ভট্টরাই। সাবিনা আচার্য (৪৫) ও তাঁর পুত্র ভাবিময় আচার্য (১০) জখম হয়েছেন। তাঁরা ফুংলিং হাসপাতালে ভর্তি রয়েছেন। কী কারণে তারটি ছিঁড়ে পড়ল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জেলা পুলিশের তথ্য আধিকারিক বিবেক বাসনেত বলেন, ‘আগুন লাগার খবর পাওয়া মাত্রই ইন্সপেক্টর রবি রাওয়ালের নেতৃত্বে ১৫ জন পুলিশ কর্মীর একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।