• facebook
  • twitter
Friday, 13 September, 2024

সাবওয়েতে স্কুল পড়ুয়াদের ভিডে় হঠাৎ এলোপাথাডি় গুলি

নিউ ইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি– ফের বন্দুকবাজের হামলা চলল মার্কিন মুলুকে৷ এবার ঘটনাস্থল নিউ ইয়র্ক৷ একেবারে নিউ ইয়র্ক শহরের সাবওয়ে স্টেশনের ভিতর প্ল্যাটফর্মে চলল গুলি৷ সোমবার সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছডি়য়েছে৷ আততায়ীর গুলিতে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মৃতু্যও হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন৷ যখন এই হামলাটি হয়, তখন সবেমাত্র শহরের স্কুল, অফিসের ছুটি

নিউ ইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি– ফের বন্দুকবাজের হামলা চলল মার্কিন মুলুকে৷ এবার ঘটনাস্থল নিউ ইয়র্ক৷ একেবারে নিউ ইয়র্ক শহরের সাবওয়ে স্টেশনের ভিতর প্ল্যাটফর্মে চলল গুলি৷ সোমবার সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছডি়য়েছে৷ আততায়ীর গুলিতে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মৃতু্যও হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন৷ যখন এই হামলাটি হয়, তখন সবেমাত্র শহরের স্কুল, অফিসের ছুটি হয়েছে৷ ফলে সেই সময় সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীদের ভিড় ছিল৷ আচমকা বন্দুকবাজের হামলায় খুদে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছডি়য়েছে৷
গুলিবিদ্ধদের মধ্যে ১৪ বছরের কিশোর থেকে ৭১ বছর বয়সের ব্যক্তিও রয়েছেন৷ এছাড়া ২ মহিলা রয়েছেন৷ বর্তমানে সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে ওই আততায়ীকে ধরা যায়নি৷ সে কেন এভাবে প্ল্যাটফর্মের উপর এলোপাথাডি় গুলি চালাল, তা স্পষ্ট নয়৷ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
প্রসঙ্গত, সাম্প্রতিককালে সাবওয়ে স্টেশনের ভিতর দুষ্কৃতী কার্যকলাপের ঘটনা বেডে়ছে৷ তবে সামগ্রিকভাবে নিউ ইয়র্ক শহরে অপরাধমূলক কাজকর্মের ঘটনা কমেছে৷ নিউ ইয়র্ক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের তুলনায় গত বছর শহরে গোলাগুলির ঘটনা ৩৯ শতাংশ কমেছে৷ সাবওয়ে স্টেশনে খুনের ঘটনাও গত এক বছরে অর্ধেক হয়েছে৷