• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

ইলন মাস্কের বিদায়ী সাংবাদিক বৈঠকেও ট্রাম্পের মুখে ভারত-পাকিস্তান

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে সদ্য অব্যাহতি নেওয়া ইলন মাস্ককে বড় একটি সোনার চাবি উপহার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড।

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অন্যতম পরামর্শদাতা তথা মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিদায়ী সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত এবং পাকিস্তানকে যুদ্ধ থেকে বিরত করেছি। আমার মনে হয়, ওই সংঘাত পরমাণু যুদ্ধের পর্যায়ে পৌঁছে যেতে পারত।’ যদিও ভারত সরকারের তরফে আমেরিকার মধ্যস্থতার কথা স্বীকার করা হয়নি। কেন্দ্রের বক্তব্য, দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও-র মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয় ‘হটলাইনে’। সেখানেই সংঘর্ষবিরতিতে সম্মত হয় দু’পক্ষ।

তবে ভারতের এই দাবির পরেও ট্রাম্প তাঁর বক্তব্য থেকে সরতে নারাজ। সংঘর্ষ থামানোর জন্য ভারত এবং পাকিস্তানের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ভারতের নেতা, পাকিস্তানের নেতাদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশের মানুষকেও ধন্যবাদ দিতে চাই। আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম, যারা একে অপরকে গুলি করছে, পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলছে, আমরা তাদের সঙ্গে বাণিজ্য করতে পারব না। আমরা অন্যের যুদ্ধ থামাচ্ছি। কারণ, আমরা অন্য সকলের চেয়ে ভাল যুদ্ধ করতে পারি।’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে সদ্য অব্যাহতি নেওয়া ইলন মাস্ককে বড় একটি সোনার চাবি উপহার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে মাস্কের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই উপহার দেন। ট্রাম্প জানান, এই ধরনের উপহার তিনি কেবল বিশেষ মানুষদেরই দেন। দেশের পক্ষ থেকে ধন্যবাদস্বরূপ মাস্ককে এই উপহার দেওয়া হল বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত ইলন মাস্ক শুক্রবার ওভাল অফিসে হাজির হয়েছিলেন কালো টি-শার্ট পরে। মাস্ক বলেন, ‘সত্যিকারের অর্থে বিদায় নিচ্ছি না। প্রেসিডেন্ট যখনই চাইবেন, তখনই আমি পরামর্শ দিতে থাকব। আমি প্রেসিডেন্টের বন্ধু ও উপদেষ্টা হিসেবে পাশে থাকতে চাই।’