ইরাকের নৌকাডুবিতে মৃত ১০০

ইরাকে কুরদিশ শহরে নতুন বছর উদযাপন করতে গিয়ে মৃত্যু হল শতাধিক মানুষের

Written by SNS March 23, 2019 7:11 am

ইরাকে নৌকাডুবি

বাগদাদ, ২২শে মার্চ- ইরাকে কুরদিশ শহরে নতুন বছর উদযাপন করতে গিয়ে মৃত্যু হল শতাধিক মানুষের। মসুলের নদীতে নৌকা ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু।

ইসলামিক স্টেটের কবল থেকে কুরদিশ শহরের মুক্তির পর টাইগ্রিস নদীর তীরে উৎসবে সামিল হয়েছিলেন বহু মানুষ। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধান মন্ত্রী আদেল আব্দেল। তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। এত বড় দুর্ঘটনার পিছনে কারণ থাকতে পারে তা  তদন্ত করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান মন্ত্রী।

কুর্দিশের নতুন বছর ‘নওরোজ’ উদ্‌যাপনে বৃহস্পতিবার নৌকাতে চেপে টাইগ্রিস পেরোচ্ছিলেন বহু মানুষ। নদীর অপর প্রান্তে বসন্তের ইরাকি বাজার শুরুর দিন সেখানে যাচ্ছিলেন তাঁরা। তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় শতাধিক মানুষের। তাঁদের মধ্যে ৬১জন মহিলা এবং ১৯ জন শিশু।