• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গােদাবরীতে ডুবল নৌকা, মৃত অন্তত ১২, নিখোঁজ ৪০

অন্ধ্রপ্রদেশের গােদাবরীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১২জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জন।

গােদাবরীতে ডুবল নৌকা, মৃত অন্তত ১২, নিখোঁজ ৪০। (Photo: IANS)

অন্ধ্রপ্রদেশের গােদাবরীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১২জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জন। রবিবার দুপুরে দেবপটনমের কাছে ঘটেছে এই দুর্ঘটনা।

নৌকায় ছিলেন ক্রু সমেত ৬২ জন। পূর্ব গােদাবরীতে নৌকা ডুবে যাওয়ার পর ১৭ জন কোনাে রকমে সাঁতরে পাড়ে উঠে আসেন। এখনও নিখোঁজ চল্লিশ জন। ৬০ সদস্যের দুটি এনডিআরএফ দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। একটি চপার আকাশ থেকে যাত্রীদের খোঁজ চালাচ্ছে।

Advertisement

রয়্যাল বশিষ্ঠ নামে নৌকাটিতে ছিলেন মূলত পর্যটকরা। রাজামুন্দ্রির কাছে জনপ্রিয় পর্যটনস্থল পাপিকোন্ডালুতে যাচ্ছিলেন তারা। গত এক সপ্তাহ ধরে বন্যায় ফুসছে গােদাবরী নদী। তারই মধ্যে এই দুর্ঘটনা।

Advertisement

গােটা পরিস্থিতির দিকে নজর রাখছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমােহন রেড্ডি। স্থানীয় মন্ত্রী ও বিধায়কদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে পাঠানাে হয়েছে অন্ধ্র ট্যুরিজমের দুটি নৌকা।

পর্যটনমন্ত্রী মুখামসেট্টি শ্রীনিবাসা জানিয়েছেন, যে নৌকাটি ডুবে গিয়েছে, পর্যটন দপ্তরের লাইসেন্স তাদের কাছে ছিল না।

Advertisement