• facebook
  • twitter
Monday, 16 June, 2025

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বালুরঘাটের দুই কৃষককে অপহরণ

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বালুরঘাটের দুই কৃষককে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগের তির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিকে।

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বালুরঘাটের দুই কৃষককে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগের তির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিকে। শুক্রবার দুপুরে বালুরঘাটের গঙ্গারামপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের অনন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় অনন্তপুরে। নামানো হয় বিএসএফের বিরাট বাহিনী। ঘটনাস্থলে আসেন বিএসএফের আধিকারিক, থানার আইসি, গ্রাম পঞ্চায়েত প্রধান। অপহৃত ভারতীয় কৃষকদের ফেরানোর জন্য রাতভর বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসে বিএসএফ। তবে অনেক চেষ্টার পরে অপহৃত দু’জনকে কাঁটাতারের এ পারে ফিরিয়ে আনতে পেরেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে খবর, অপহৃত দু’জনের নাম ফিলিপ সোরেন এবং অবিনাশ টুডু। দু’জনেই ওই এলাকার বাসিন্দা। তাঁদের কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তে চাষের জমি রয়েছে। শুক্রবার ফিলিপ এবং অবিনাশ চাষের কাজে গিয়েছিলেন সেখানে। সেচের কাজ শেষের পর ভারতীয় সীমান্তে গাছতলায় শুয়ে ছিলেন দু’জন। অভিযোগ, সেই সময় কয়েক জন বাংলাদেশি তাঁদের মুখ বেঁধে তুলে নিয়ে যান। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়। এদিকে এই খবর পাওয়া মাত্র বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ওই এলাকায় এসে পৌঁছন। ভারতীয় কৃষকদের ফেরাতে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেন তাঁরা।

পরে জানা যায়, শুক্রবার সকালে ভারতীয়দের ধান চুরি করার অভিযোগে এনামুল হক ও মাসুদ রানা নামে দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তারই পাল্টা হিসাবে সীমান্ত থেকে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যায় বিজিবি। এরপর দুই ভারতীয়কে উদ্ধার করতে শুরু হয় দু’দেশের ‘ফ্ল্যাগ মিটিং’। অবশেষে দুই যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা সুস্থ আছেন বলেই খবর। পাশাপাশি দুই বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। গঙ্গারামপুর ব্লকের অনন্তপুর সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ, ‘বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার এই প্রথম নয়। এ পারের কৃষকদের চাষ করা ধান, পাট আগেও কেটে নিয়েছে তাঁরা।’