• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু

বুধবার সকালে একটি অপ্রাপ্ত বয়স্ক রয়্যাল বেঙ্গল বাঘিনীর মৃত্যু হয়েছে

আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘের মৃত্যু। বুধবার সকালে একটি অপ্রাপ্ত বয়স্ক রয়্যাল বেঙ্গল বাঘিনীর মৃত্যু হয়েছে। গত মাসেও আলিপুরে চিড়িয়াখানাতেই দুইটি বাঘিনীর মৃত্যু হয়েছিল। ফের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চিড়িয়াখানার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিন বছর পূর্ণ হত এই বাঘিনী। অরণ্য ভবন সূত্রে খবর, হেমোপ্রোটোজোয়ান প্যারাসাইটে আক্রান্ত ছিল ওই বাঘিনী। গত তিন-চারদিন ধরে ভুগছিল সে। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসা চলছিল তার। তবে শেষরক্ষা হল না। বাঘিনীর ময়নাতদন্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা ভিসেরা পরীক্ষায় পাঠানো হয়েছে। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে নন্দনকাননে জন্মায় এই বাঘিনী। আলিপুরে বাঘের প্রজননের গত বছর আগস্ট মাসে তাকে নিয়ে আসা হয়। বয়স হয়েছিল ২ বছর ১০ মাস।

Advertisement

মৃত্যুর পিছনে কোনও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এদিন পশু হাসপাতালে বাঘিনীর ময়নাতদন্তের পর গড় চুমুককে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর আলিপুর চিড়িয়াখানা ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনী পায়েল ও রূপার মৃত্যু হয়েছিল। অবশ্য ওই দুই বাঘিনীর বয়স হয়েছিল। তবে এই বাঘিনী এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। এই মৃত্যুতে আলিপুর চিড়িয়াখানায় হলুদ কালো বাঘেদের সংখ্যা কমে দাঁড়াল তিনটি। যার মধ্যে বাঘিনী রয়েছে মাত্র একটি।

Advertisement

 

Advertisement