• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

পাথরপ্রতিমায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসীরা

পাথরপ্রতিমার অচিন্ত্যনগরের মনি নদী সংলগ্ন কে-প্লটে ঠাকুরান জঙ্গলে পাশের ধানখেতে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান গ্রামবাসীরা

পাথরপ্রতিমার ধানখেতে মিলল বাঘের পায়ের ছাপ। আতঙ্কে স্থানীয়রা। বনদপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেযে ঘটনাস্থলে যান বনকর্মীরা। সোমবার পাথরপ্রতিমার অচিন্ত্যনগরের মনি নদী সংলগ্ন কে-প্লটে ঠাকুরান জঙ্গলে পাশের ধানখেতে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান গ্রামবাসীরা।

সকালে জমিতে কাজ করতে গিয়ে বাঘের পায়ের ছাপ প্রথমে তাঁদের নজরে আসে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক, চাঞ্চল্য দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ও কুয়েমুড়ি বনদপ্তরে। খবর পেয়ে কুয়েমুড়ি বনদপ্তরের নলগড়া বিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। বনকর্মীরা ধানখেত ঘুরে দেখেন। বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটি বাঘের পায়ের ছাপ রয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। রাতে অন্ধকারে স্থানীয়দের বাইরে বেরতেও নিষেধ করা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement