• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

পাথরপ্রতিমায় বাঘের হামলায় জখম মৎস্যজীবী

বুধবার বিকেলে বিজিয়াড়ির জঙ্গলে কাঁকড়া ধরার সময়ে হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বনু ভক্তার উপর ঝাঁপিয়ে পড়ে

ফাইল চিত্র

বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহতের নাম বনু ভক্তা। বয়স ৩২ বছর।  তিনি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার দিন আগে ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। বুধবার বিকেলে তাঁরা বিজিয়াড়ির জঙ্গলে কাঁকড়া ধরছিলেন। সেই সময়ে হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বনু ভক্তার উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরাই বনুকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।

Advertisement

Advertisement