• facebook
  • twitter
Sunday, 18 January, 2026

বক্সার জঙ্গলে ফের বাঘের গর্জন, পর্যটকদের জন্য বন্ধ ‘শিকারি রোড’, কড়া নজরদারি

বৃহস্পতিবার গভীর রাতে ট্র্যাপ ক্যামেরায় পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে। শুক্রবার বন দপ্তরের তরফে সেই তথ্য প্রকাশ্যে আসে

বক্সা টাইগার রিজার্ভে আদৌ বাঘ আছে কিনা এ নিয়ে বিতর্ক অনেক দিনের। এর আগেও বহুবার সেখানে বাঘ বেরনোর খবর পাওয়া গিয়েছে। দু’বছর পর আবার দক্ষিণরায়ের উপস্থিতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গের এই জঙ্গলে। বৃহস্পতিবার গভীর রাতে ট্র্যাপ ক্যামেরায় পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে। শুক্রবার বন দপ্তরের তরফে সেই তথ্য প্রকাশ্যে আসে।

বাঘের অস্তিত্ব নিশ্চিত হতেই তৎপরতা বেড়েছে বনকর্মীদের মধ্যে। জঙ্গল জুড়ে শুরু হয়েছে বাড়তি টহল ও নজরদারি। একাধিক এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত ট্র্যাপ ক্যামেরা। আপাতত সেখানে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে এবং রবিবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রয়োজনে এই কড়াকড়ির সময়সীমা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে বনদপ্তর।

Advertisement

বক্সা টাইগার রিজার্ভের উপ বন অধিকর্তা (পশ্চিম) হরিকৃষ্ণনান পিজে জানান, বক্সায় বাঘের উপস্থিতি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। এতে প্রমাণ হয়, এই অরণ্যে বাঘের বসবাসের অনুকূল পরিবেশ এখনও বজায় রয়েছে। বর্তমানে বাঘটির গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পর ২০২১ সালের ডিসেম্বরে প্রথমবার বক্সায় বাঘের দেখা মিলেছিল। এরপর ২০২৩ সালেও ট্র্যাপ ক্যামেরায় দু’বার বাঘের ছবি ধরা পড়ে। এ বছর ফের পূর্ণবয়স্ক পুরুষ বাঘের সন্ধান মিলল। নিরাপত্তার কারণে নির্দিষ্ট জায়গার নাম প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে, বক্সার পশ্চিম বিভাগের কালচিনি ব্লক এলাকার মধ্যেই এই ছবি ধরা পড়েছে।

বনকর্মীদের সূত্রে খবর, কয়েকদিন আগেই টহল চলাকালীন বাঘের পায়ের ছাপ নজরে আসে। সেই সূত্র ধরেই ক্যামেরার অবস্থান বদল করা হয় এবং তাতেই মিলেছে সাফল্য। আরও স্পষ্ট ছবি পেতে নতুন করে ৯০টি ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। বন দপ্তরের অনুমান, বাঘটি ভুটান অথবা আসামের রায়মনা কিংবা মানস অরণ্য থেকে আসতে পারে।

Advertisement