• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

প্রধানমন্ত্রীর নিরাপত্তা থেকে মুখ্যমন্ত্রীর ডিরেক্ট সিকিউরিটির দায়িত্বে ছিলেন পীযূষ পাণ্ডে

১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে

মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সোনিয়া-রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী এসপিজি প্রোটেকশন পেতেন। সেই সময় পীযূষ পাণ্ডে ছিলেন এসপিজি-র ইনস্পেক্টর জেনারেল।  প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।

দুঁদে পুলিশ অফিসার হলেও বরাবরই আপাত শান্ত স্বভাবের। নিচু গলায় কথা বলেন। কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল হওয়ার সময় থেকেই বেশ পরিচিত তিনি। আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে।

Advertisement

মনমোহন সিংয়ের জমানা থেকে নরেন্দ্র মোদীর সময়েও পীযূষ পাণ্ডে এসপিজিতে ছিলেন। ২০১৫ সালে এসপিজি-তে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দু’বছর এক্সটেনশন দেওয়া হয় তাঁকে। সেই সময়ে প্রেসিডেন্ট মেডেলও পান তিনি। মনমোহনের পাশাপাশি নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বেও ছিলেন এই আইপিএস অফিসার।

Advertisement

১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারের মেয়াদ শেষ হয়েছে। তিনি ছিলেন রাজ্যের তথা মুখ্যমন্ত্রীর ডিরেক্টর সিকিউরিটি। বিটস থেকে প্রযুক্তি নিয়ে স্নাতক করেছেন পীযূষ পাণ্ডে। পরে এম-টেক করেছেন কানপুর আইআইটি থেকে। তারপর ইউপিএসসি পরীক্ষায় পাশ করে পুলিশ সার্ভিসে।

শুক্রবার ডিজি  পদে নিয়োগ করা হয়েছে পীযূষ পাণ্ডেকে। তবে নবান্ন সূত্রের মতে, তাঁকে ভারপ্রাপ্ত ডিজি বলাই বাঞ্ছনীয়। শীর্ষ আমলাদের অনেকের কথায়, আপাতত ভারপ্রাপ্ত ডিজি হলেও এই পদে স্থায়ী ভাবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রেও যোগ্য অফিসার পীযূষ। দায়িত্বশীল পুলিশ কর্তা হিসাবে এখনও পর্যন্ত তাঁর ভূমিকা প্রশ্নাতীত।

 

Advertisement