ছুটি মানেই বেড়ানোর প্রস্তুতি। অনেকেই বছরের শেষে সারা বছরের জমানো ছুটিগুলি কাজে লাগাতে পছন্দ করেন। জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে রিফ্রেশ করতে কার না ভালো লাগে। কিন্তু বেড়াতে যাওয়ার আগে প্রয়োজন কিছু বিশেষ প্রস্তুতির। তা না হলে, পরিকল্পনার অভাবে ভ্রমণটাই মাটি হয়ে যাবে৷
গোটা সংসারটাকে পিঠে নিয়ে বেড়ানোর মধ্যে মোটেই বুদ্ধিমত্তা নেই। বরং তালিকা করে কয়েকটি জরুরি জিনিস অবশ্যই নিয়ে নিন। ট্রাভেল ব্যাগে জামাকাপড় ছাড়াও নিন তোয়ালে, সানগ্লাস, টিস্যু পেপার, মোমবাতি জ্বালানোর জন্য লাইটার, বন্য এলাকা হলে মশা তাড়ানোর কয়েল, জলের বোতল, সাবান, শ্যাম্পু, লোশন, বডি স্প্রে, টুথব্রাশ ও টুথপেস্ট, আয়না এবং চিরুনি। একটা নোটবুক ও কলম, টর্চ লাইট এবং ব্যাটারি, ক্যামেরা ও ব্যাটারি এবং সেটির চার্জার, মোবাইল ও চার্জার আর ইচ্ছে হলে একটি বাইনোকুলার নিন।
প্রত্যেক ট্রিপের প্রয়োজন আলাদা। যেমন হাইকিং বা ট্রেকিংয়ে, টেন্ট, স্লিপিং ব্যাগ ইত্যাদি অনেক জিনিস বহন করার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ব্যাগও তেমন হতে হবে। এই ধরনের ট্রিপে রাকস্যাকের সঙ্গে একটা ছোটো ব্যাকপ্যাক খুব কাজে লাগে।
আট-দশ দিনের ট্রিপ হলে হুইলড লাগেজ খুব সহায়ক। হুইলড ডাফলও নিতে পারেন। উইকএন্ড ট্রিপ বা তিন-চার দিনের জন্য বেড়ানোর প্রোগ্রাম হলে, একটা ক্যারি-অন বা বেসিক ডাফল নিয়ে নিতে পারেন।
কিছু ব্যাগে দু’টি ও কিছু ব্যাগে চারটি চাকা থাকে। চার চাকা থাকায় তা নিয়ে যাতায়াত করাও সহজ। এছাড়াও ব্যাগে ল্যাপটপ কমপার্টমেন্ট, ট্যাবলেট স্টোরেজ থাকে। কিছু ব্যাগে রিমুভেবল ডে প্যাক থাকে। গন্তব্যে পৌঁছে বড় লাগেজ হোটেলে রেখে এই ডে-প্যাক নিয়ে বেরিয়ে পড়তে পারেন।
কিছু ব্যাগ থার্মোপ্লাস্টিক ইউরেথিন দিয়ে তৈরি হয়। ফলে এগুলি ওয়াটারপ্রুফ এবং টেকসই বেশি। এই ধরনের ব্যাগের দামও বেশি। আবার কিছু ব্যাগ হয় যা সফ্ট-সাইডেড। এই ধরনের ব্যাগে লাগেজ বেশি ভরা হলেও সমস্যা হয় না। কারণ এই ব্যাগের ইলাস্টিসিটি বেশি। আবার আর এক ধরনের ব্যাগ হয় হার্ড সাইডেড। এই ধরনের ব্যাগে খুব বেশি লাগেজ ভরা না গেলেও, এই ব্যাগে জিনিসপত্র অনেক বেশি সুরক্ষিত থাকে। কারণ অ্যালুমিনিয়াম দিয়ে সাইড কভার করা থাকায় সুরক্ষা নিশ্চিত।
বেড়াতে যাওয়ার সময়ে যা জিনিস লাগে, ফেরার সময়ে তার চেয়ে লাগেজ বেড়েও যেতে পারে। যদি এমন কোনও জায়গায় যান, যেখান থেকে অনেক কিছু কেনাকাটা করার সম্ভাবনা রয়েছে, তা হলে একটা ফোল্ডেড ব্যাগ সঙ্গে রাখুন। ফিরতি পথে কাজে লাগবে। তবে যে-ব্যাগই নিন, ফিরে তা আনপ্যাক করে পরিষ্কার করাও জরুরি।