Tag: same president

‘নেই বিরোধী’ দেশে তেতাল্লিশ বছর ধরে একই প্রেসিডেন্ট

মালাবো, ২৮ নভেম্বর– খাতায়কলমে গণতান্ত্রিক দেশ, কিন্তু নেই বিরোধী দল কিংবা স্বাধীন সংবাদমাধ্যমের প্রায় কোনও অস্তিত্ব। নির্বাচন হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি দলই শাসনক্ষমতায় আসে। প্রেসিডেন্ট হন এক জনই। আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত ইকুয়েটরিয়াল গিনির এটাই ছবি ।১৯৬৮ সাল পর্যন্ত দেশটি ফরাসি উপনিবেশ ছিল। তারপর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু সে দেশ এখনও পর্যন্ত বিরোধীদের শাসকের… ...